ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে গুগল আইও সম্মেলনে গুগল অ্যাসিস্ট্যান্টের নতুন কিছু ফিচার নিয়ে গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, এখন থেকে ফোনে কথা বলে অ্যাপয়েনমেন্টও ঠিক করতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট। সেখানে মঞ্চের প্রজেক্টরে তিনি গুগল অ্যাসিস্ট্যান্টের ফোন কল করার একটি রেকর্ডিং শোনান। মঞ্চে একজন সেলুন কর্মীর সঙ্গে কথা বলে গুগল অ্যাসিস্ট্যান্ট তার ব্যবহারকারীর জন্য সেলুনে যাওয়ার সময় ঠিক করেন। কথা বলার ধরন বেশ স্বাভাবিক হওয়ায় ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বুঝতেই পারেননি তিনি এআই সাহায্যকারীর সঙ্গে কথা বলছেন। ফোন কলে গুগল অ্যাসিস্ট্যান্টকে ‘হুম’ শব্দটিও বলতে শোনা গেছে। পিচাই দাবি করেছেন, এটি কোনো ডেমো কল ছিল না। সত্যি সত্যিই সেলুনে ফোন করে অ্যাপয়েনমেন্ট ফিক্স করেছে গুগল অ্যাসিস্ট্যান্ট। পিচাই আরও বলেন, গুগল অ্যাসিস্ট্যান্ট যে কথোপকথনের সামান্য পার্থক্যগুলোও ধরতে পারছে, তা অসাধারণ একটি বিষয়। অনেক বছর ধরেই এই প্রযুক্তি নিয়ে কাজ করছি আমরা। এ প্রযুক্তির নাম গুগল ‘ডুপ্লেক্স’। এখনও এর উন্নয়নে কাজ চলছে। গৎবাঁধা কথোপকথন যেভাবে এগোনোর কথা, তা না এগোলেও অ্যাসিস্ট্যান্ট খুব বুদ্ধিমত্তার সঙ্গে রেসপন্স করবে।

আপনার অভিমত