সারাদেশে চলছে গ্যাস সংকট। রমজানে এ চাহিদা ও সরবরাহের মধ্যে তফাত আরো বেড়ে যাওয়ায় রাজধানীতে সমস্যাও প্রকট। গ্যাস না পেয়ে বিপাকে পড়েছেন সবশ্রেণির মানুষ। বিকল্প সুযোগ থাকা গ্রাহকরা বেশি টাকা খরচ করে এলপিজি বা কেরোসিন তেলের চুলা ব্যবহার করলেও স্বল্প আয়ের মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপদে। ২৪ ঘন্টার যেকোনো সময় দুই-এক ঘন্টার গ্যাসের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন তারা। আর নির্ধারিত খরচসীমার বাইরে গিয়ে অন্য জ্বালানিতে রান্নাবান্নার কাজ করতে গিয়ে সংসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন অনেকে।

রাজধানীর প্রায় সব এলাকাতেই গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর মধ্যে আশকোনা, ডেমরা, চানখারপুল, কামরাঙ্গীর চর, লালবাগ, হাজারীবাগ, মানিকনগর, ধলপুর, আজিমপুর, এলিফ্যান্ট রোড, কাটাবন, পল্লবী, কালশী, মিরপুর ১২, মিরপুর ১ ও ২, কাজীপাড়া, পশ্চিম মনিপুর, মাটিকাটা, ভাষানটেক, শংকর, লালবাগ, কাঁঠাল বাগান, দক্ষিণ বনশ্রী, পশ্চিম রামপুরা, বাড্ডা, নতুন বাজার, মগবাজার, মালিবাগ, বাসাবো, আদাবর, শ্যামলী, পশ্চিম আগারগাঁও, মোহাম্মদপুর, আদাবর, পশ্চিম ধানমন্ডি, হাতিরপুল ফ্রি স্কুল স্ট্রিট, লালবাগ, সোবহানবাগ, পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার, কামরাঙ্গীরচর, উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, যাত্রাবাড়ীর একাংশে গ্যাস সংকট প্রকট রূপ নিয়েছে।

আপনার অভিমত