বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে জায়গা হয়নি তারকা পেসার মোহাম্মদ আমিরের।

তবে এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের দলে আছেন তিনি। সেই সিরিজে ভালো করতে পারলে বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে তার।

পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার মনে করেন, ইংলিশ কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ভালো করে বিশ্বকাপ দলে আমির জায়গা করে নেবেন।

এক টুইটবার্তায় শোয়েব বলেন, আমি এখনও মনে করি; ইংলিশ কন্ডিশনে আমির পাকিস্তানের মূল অস্ত্র হতে পারে। ইংল্যান্ড সিরিজে সে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছে। ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলে রদবদল করা যাবে। ফলে তার সুযোগ থাকছেই। শুভকামনা আমির, তুমি এটা পারবে!

২৩ এপ্রিলের মধ্যে স্কোয়াড ঘোষণায় আইসিসির বাধ্যবাধকতা থাকলেও কোনো দল চাইলে ২৩ মে পর্যন্ত বদল আনতে পারবে। সেই হিসেবেই সুযোগ থাকছে বাঁহাতি পেসারের।

আপনার অভিমত