বিশ্বের ৮টি দেশে রফতানি হয়েছে রাজশাহীর বাঘা উপজেলার আম। চলতি মৌসুমে ৬ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হটেক্স ফাউন্ডেশন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমে ২৫.২৩ টন আম রফতানি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আম রফতানির জন্য রাঘার ৫০ জন বাগান মালিককে উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হয়।

এর মধ্যে প্রশিক্ষণ গ্রহণকারী ১১ জন আমচাষিদের কাছ থেকে চলতি মৌসুমে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়া, ইতালিসহ ৮টি দেশে ২৫.২৩ টন আম রফতানি করা হয়েছে।

কলিগ্রামের আমচাষি আশরাফুদৌলা বলেন, উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাধায়নে এসব আম রফতানি করা হয়।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম বলেন, বাঘা উপজেলার মাটি আম চাষের জন্য উপযোগী। ফলে এই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা হয়।

আপনার অভিমত