বাণিজ্যযুদ্ধ ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে চীন-যুক্তরাষ্ট্র। আর তারই জের ধরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এই দুই দেশের সম্পর্ক। চীনের বলছে, আমেরিকা বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি-বিধান লঙ্ঘন করে অর্থনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যযুদ্ধ উসকে দিয়েছে। এর প্রতিশোধ নেওয়া হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের তিন হাজার চারশ’ কোটি ডলারের চীনা আমদানি পণ্যের ওপর শুল্ক চালুর পরপরই এক বিবৃতিতে চীনের বানিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডি.সি. এর স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ১ মিনিটে চীনা পণ্যে শুল্ক চালু হয়েছে।

এ ব্যাপারে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকার এ ধরনের শুল্ক অতিপরিচিত বাণিজ্য উৎপীড়ন। এটি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ও মূল্য শৃঙ্খলার জন্য হুমকি। এটি বৈশ্বিক অর্থনীতি চাঙা হওয়াকে ব্যাহত করবে। এছাড়া চীনও পাল্টা পদক্ষেপ হিসেবে তিন হাজার চারশ’ কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসাবে বলে ইঙ্গিত দিয়েছে।

আপনার অভিমত