ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাচালান অনেকটাই কমেছে বলে কেন্দ্রীয সরকার বিভিন্ন সময়ে দাবি করেছে। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, এই সীমান্তে চোরাচালান অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রীতিমত পরিসংখ্যান দিয়ে এই দাবি জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত তিন বছরে দেশের সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও গরু চোরাচালানের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, ভূটান, নেপাল এবং মায়ানমার সীমান্ত লাগোয়া অঞ্চলে অপরাধমূলক কার্যকলাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে সীমান্তে অস্ত্র, মাদক  ও গরু পাচারসহ চোরাচালানের সংখ্যা ছিল ১৯,৫৩৭।

আপনার অভিমত