গাইবান্ধায় চলমান মাদকবিরোধী অভিযানকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার দিনগত রাতে শহরের নতুন ব্রিজ রোডের পূর্বকোমরনই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গুলিবিদ্ধরা সবাই মাদক বিক্রেতা। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- শহরের মহুরীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে জিম মিয়া (২৭), ব্রিজরোড এলাকার নবাব আলীর ছেলে মশিউর রহমান (৩০) ও সরকার পাড়ার মোজাম্মেল হকের ছেলে সবুজ (২৮)।

গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, মহুরীপাড়া এলাকার ইয়াবা বিক্রেতা জিম মিয়াকে শুক্রবার আটক করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী ব্রিজ রোড এলাকায় মাদক উদ্ধারে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা মাদক বিক্রেতা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশও গুলি ছোড়ে। এতে তিন যুবক গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গুলিবিদ্ধ তিনজনকে আটক করে। এ সময় চার পুলিশ সদস্যও আহত হয়।

গুলিবিদ্ধ তিনজনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল থেকে ইয়াবা ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

আপনার অভিমত