বাজেটে ক্ষেত মজুরদের জন্য পর্যাপ্ত পৃথক বরাদ্দসহ আট দফা দাবীতে নীলফামারী বিক্ষোভ মিছিল করেছে জেলা ক্ষেতমজুর সমিতি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালিবাড়ী মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে লাল পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুইন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়।

জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে সিপিবির জেলা কমিটির সভাপতি আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষক সমিতির সভাপতি উদাস রায়, সদস্য মোস্তাক আহমেদ, নূরজ্জামান জোয়ারদার, প্রিন্স চাকলাদার ও রমেন সিংহ প্রমুখ।
সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার অভিমত