মন্টুর বাপ তখন সদ্য বিয়ে করেছে। হাতে তখনো মেহেদির চিহ্ন। একদিন তুমুল ঝড়-বৃষ্টি-বজ্রপাত হচ্ছে। কিন্তু এমন দুর্যোগেও রাস্তায় দেখা গেল মন্টুর বাপকে। একটা নামী পিজার দোকানে দৌড়ে গিয়ে ঢুকলো ছাতা গুটাতে গুটাতে।

সেল্‌সম্যান পিজার বক্স তার হাতে দিতে দিতে প্রশ্ন করলো: আপনি বিবাহিত মনে হচ্ছে…

মন্টুর বাপ: নাইলে কুন মা তার ছেলেকে এই কেয়ামতের মধ্যে বাইরে পাঠায়! তাও একটা পিজার লাইগা! কও দেহি মিয়া.



সরি! আপনাকে চাকরি দিতে পারছি না। দেওয়ার মতো কোনো কাজই নেই আমার কাছে।

স্যার, আপনি শুধু আমারে নিয়োগ দেন- কাজ আপনাকে আমি-ই দেব প্রত্যেকদিন। কাজ দিতে দিতে পেরেশান করে মারবো…

আপনার অভিমত