যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না

-অনিচ্ছায় মশা-মাছি, ধূলিকণা, ধোঁয়া কণ্ঠনালীতে ঢুকে গেলে।
-চোখে সুরমা ও ড্রপ ব্যবহার করলে।
-কোনো ধরনের ইঞ্জেকশান-ইনসুলিন বা টিকা নিলে রোজা ভঙ্গ হয় না, এমনকি গ্লুকোজ ইঞ্জেকশানের দ্বারাও রোজার কোনো ক্ষতি হয় না।
-কানে পানি প্রবেশ করলে।
-রোগাক্রান্ত ব্যক্তি অক্সিজেন গ্রহণ করলে।
-রক্ত দিলে বা নিলে।
-আতর, গোলাপ ইত্যাদির ঘ্রাণ নিলে।

আপনার অভিমত