৫২ মিলিমিটার বৃষ্টিতেই ভাসল রাজধানীর অনেক এলাকা। রাজপথেও সৃষ্টি হয়েছে থইথই অবস্থা। অলিগলিসহ সড়কেও উপচে পড়ে সে দৃশ্য। আর তাতেই নগরজীবনে নেমে আসে সীমাহীন ভোগান্তি।

বুধবার সকালে থেকে কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসমুখী মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেকে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যান।

রাজধানীর মিরপুর, গ্রিন রোড, তেজগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট থেকে কারওয়ানবাজার পর্যন্ত সড়কের এক পাশ, শ্যামলী, শুক্রাবাদ, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, বাড্ডা, মতিঝিল ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সড়কে পানি উঠায় তৈরি হয় যানজট। এতে বিপাকে পড়েন মানুষ।

কোথাও কোথাও পানি ওঠে মাঝ রাস্তাতেই গাড়ি বিকল হয়ে যায়। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ ছাড়া বেশিরভাগ সড়কেই রয়েছে তীব্র যানজট।

আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ সমকালকে বলেন, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীতে ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টি আরও কয়েক দিন হতে পারে। আজ সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বিকেলের দিকে রোদের দেখা যেতে পারে।

আপনার অভিমত