দিনাজপুরী লিচু সারাদেশে সমাদৃত। লিচুর বাগানগুলোতে এখন মৌ মৌ গন্ধ। চলতি মাসেই বাজারে আসছে সবার মন জয় করা অনন্য স্বাদের টসটসে লাল দিনাজপুরী লিচু।
এ কারণে এখন বাশেঁর খাঁচা তৈরিতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন দিনাজপুরের সাঁওতাল সম্প্রদায়ের মাহালী জনগোষ্ঠী। তাদের এখন চলছে মৌসুম।
দিনাজপুরের সাঁওতাল সম্প্রদায়ের মাহালী জনগোষ্ঠী তৈরি করে এসব খাঁচা বা টুকরি। দিনাজপুর পৌর এলাকার কসবা আদিবাসী পাড়ায় চলছে লিচু মৌসুমকে কেন্দ্র করে বাঁশের খাঁচা বা টুকরি তৈরির ব্যস্ততা।

এক হাজার লিচু ধারণের খাঁচা ৮০ টাকা, ৫০০ লিচু ধারণের খাঁচা ৫০ টাকা আর তিনশত লিচু ধারণের খাঁচা ৪০ টাকা করে বিক্রি করেন। এখানে ২০টিরও অধিক পরিবার এই শিল্পের উপরে জীবিকা নির্বাহ করে।
প্রতিদিন গড়ে ৩০টি ছোট বড় খাঁচা তৈরি করতে পারে প্রতিজন কারিগর।

 

আপনার অভিমত