কুড়িগ্রামে উন্মুক্ত খাঁচায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অফিস অডিটরিয়ামে অনুষ্ঠিত ২দিনব্যাপি কর্মশালার উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো: জিল্লুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমূখ। আয়োজকরা জানান, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উন্মুক্ত নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ পদ্ধতি হাতে কলমে চাষিদের শিক্ষা দেয়ার জন্য এই প্রশিক্ষন কর্মশালা। কর্মশালায় হোলোখানা ও কুড়িগ্রাম পৌরসভার ২০জন প্রদর্শনী সিবিজি সদস্য অংশগ্রহণ করেন। তারা সকলে মিলে কুড়িগ্রামের ধরলা নদীতে ১০টি খাঁচায় মাছ চাষ শুরু করেছে।

আপনার অভিমত