রংপুরের পীরগঞ্জ উপজেলার সরলিয়া গ্রামের ফরিদা বেগম সন্তান ধারণে শারীরিকভাবে অক্ষম হওয়ায় তাকে প্রায়ই নির্যাতন করতেন স্বামী আমিনুল ইসলাম

। ঘটনার দিন ২০১৩ সালের ১১ মার্চ স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিনুল ইসলাম স্ত্রী ফরিদা বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্ত্রীর মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় পীরগঞ্জ থানার এসআই সাকিউল আযম নিজেই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। দুই বছর পর ২০১৫ সালের ২১ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্ত।  মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বুধবার বিজ্ঞ বিচারক আসামি আমিনুল ইসলামকে দোষী সাব্যস্থ করে বুধবার (৯ মে) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিযামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আপনার অভিমত