বেরোবি, (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিরাপত্তা জোরদার করতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বেরোবির নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন

রোববার (০১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আঠারো জন আনসার ও ভিডিপি সদস্য তাদের দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা প্রহরী ও পুলিশের পাশাপাশি এসব আনসার সদস্য ক্যাম্পাসে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, উপাচার্য ভবন, শিক্ষার্থীদের হলসহ পালাক্রমে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহের নেতৃত্বে আনসার সদস্যদের যোগদানের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুরের উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মো. আব্দুস সামাদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুরের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. রেজাউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক জনাব হারুন তাজিফ (জয়), বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (উপ রেজিস্ট্রার) মো. আলী হাসান, পিএসটু ভিসি মো. আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার মুহিব্বুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

 

আপনার অভিমত