বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় ইংরেজি ভাষা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হওয়া দুই দিনব্যাপী এই কর্মশালা শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। কর্মশালায় প্রধান বক্তা ও সঞ্চালক হিসেবে নির্দিষ্ট বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ইংরেজি জাতীয় দৈনিক ‘দ্যা নিউ নেশন’ এর সহকারী সম্পাদক এ আর ফররুখ আহমাদ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় ইংরেজি ভাষা’ শীর্ষক কর্মশালা

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধানের পরিচালনায় কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ড. রিষিণ পরিমল।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক অধ্যাপক সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো. উরিদ উল ইসলাম, সহকারী প্রক্টর আতিউর রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক আসিফ আল মুতিন প্রমুখ।

আপনার অভিমত