গঙ্গাচড়ায় বন্যায় তিস্তার ভাঙনে রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে চার’শ পরিবারের বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়েছে।

গঙ্গাচড়ায় ৪৫০ পরিবারের বাড়িঘর নদীগর্ভে
গঙ্গাচড়ায় বন্যায় তিস্তার ভাঙনে রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে চার’শ পরিবারের বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বন্যায় উপজেলার ৮টি ইউনিয়ন গজঘণ্টা, গঙ্গাচড়া, কোলকোন্দ, নোহালী, আলমবিদিতর, বড়বিল, বেতগাড়ী ও মর্নেয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা ও ঘাটটের  ভাঙনে সাড়ে চার’শ পরিবারের বাড়ি-ঘর নদীতে বিলীন হয়েছে। নদী ভাঙনের শিকার এসব পরিবার চরম দুর্ভোগের শিকার। এসব পরিবার বাঁধ কিংবা উঁচু জায়গায় অবস্থান করছেন। গতকাল তিস্তার চরাঞ্চলের শংকরদহ এলাকার নদী ভাঙনের শিকার একরামুল ও আকতারুলকে নৌকাযোগে তাদের বাড়ি-ঘর ভেঙে অন্যত্র চলে যেতে দেখা যায়।

মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ বলেন, তার ইউনিয়নেই শতাধিক পরিবারের বাড়ি-ঘর ভেঙে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় নদী ভাঙনের কথা স্বীকার করে  বলেন, দিন দিন ভাঙনের সংখ্যা বাড়ছে।

আপনার অভিমত