ভুল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগে গ্রেপ্তার হওয়া ডা. আব্দুল হাই জামিন পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট প্রাকটিস, অপারেশন বন্ধের ঘোষণা কর্মসূচি স্থগিত করেছে রংপুর চিকিৎসক সমাজ। গতকাল রংপুর মেডিকেল কলেজে রংপুর চিকিৎসক সমাজের আহ্বায়ক অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু চিকিৎসকদের সঙ্গে সভা করে কর্মসূচি স্থগিত করেন। এ সময় রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ২রা জুন নগরীর সেন্ট্রাল ক্লিনিকে টনসিল অপারেশনে সিয়াম নামে ছয় বছরের একটি শিশু মারা গেলে পুলিশ চিকিৎসক ডা. আব্দুল হাইকে গ্রেপ্তার করে। এতে বিক্ষুব্ধ চিকিৎসকরা ওই চিকিৎসকের মুক্তির দাবিতে প্রাইভেট প্রাকটিস বন্ধ এবং ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিকরা রোগী ভর্তি ও সব অপারেশন বন্ধ কর্মসূচি পালন করেন। রংপুর চিকিৎসক সমাজের আহ্বায়ক অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডা. আব্দুল হাই জামিনে মুক্তি পেয়েছে।

আমরা রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার মাধ্যমে আমাদের ঘোষিত প্রাইভেট প্রাকটিস, অপারেশন বন্ধ ঘোষণা কর্মসূচি স্থগিত করেছি। তার জামিনের মধ্যদিয়ে আমাদের দাবি কিছুটা পূরণ হয়েছে। এ ছাড়া আমরা কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা চাই, আমরা নিরাপদে জনগণের সেবা দিতে পারি, জনগণ যেন আমাদের কাছে সেবা নিতে পারে সেজন্য কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি অব্যাহত রয়েছে। তাই আমরা কর্মসূচি স্থগিত ঘোষণা করলাম।

আপনার অভিমত