বন্যার কারণে টানা ১৪ দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার থেকে দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়েছে। তবে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সঙ্গে রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।

দিনাজপুরের সঙ্গে দেশের ট্রেন যোগাযোগ পুনরায় চালু

১৩ আগস্ট ভয়াবহ বন্যায় দিনাজপুর-পার্বতীপুর রেল রুটের কাউগাঁ স্টেশনের অদূরে চুনিয়াপাড়ায় রেল লাইনের মাটি ও পাথর সরে যাওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলের প্রকৌশল বিভাগের কর্মকর্তা তারেকুল ইসলাম বলেন, কাউগাঁও-চিরিরবন্দর রুটে অনেক জায়গায় ১৬ কিলোমিটার রেল লাইনের মাটি সরে যায়। প্রকৌশল বিভাগ ১০ দিন ধরে লাইন পুনঃস্থাপনের কাজ শেষ করায় রবিবার সকালে পার্বতীপুর থেকে যাত্রী নিয়ে ১৪ দিন পর ডেমু ট্রেন দিনাজপুর রেল স্টেশনে পৌঁছায়।

দিনাজপুর রেল স্টেশনের স্টেশন সুপার গোলাম মোস্তফা বলেন, ১৪ দিন পর দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর থেকে ছেড়ে যায় আন্তঃনগর একতা এক্সপ্রেস। ঈদের ৫ দিন আগে ট্রেন যোগাযোগ চালু হওয়ায় ছুটিতে মানুষের যাতায়াত আরামদায়ক হবে বলে স্টেশন সুপার আশা করছেন।

আপনার অভিমত