কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সর্ম্পকে আগাম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে জেলা প্রশাসক কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছির আরাফাতসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বন্যার সময় দুর্গত মানুষদের চিকিৎসা সেবা, স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানি, ত্রাণসহ সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিদের অবহিত করা হয়। পাশাপাশি বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসনের সঙ্গে সকল বিভাগকে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার অভিমত