কুড়িগ্রাম: জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই কুড়িগ্রামে।

ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ সবই চলছে, নেই হরতাল

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টসহ রাস্তায় টহলে থেকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছেন। জেলার কোথাও জামায়াতের কোনো নেতাকর্মী বা পিকেটারের দেখা মেলেনি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অফিস-আদালতে শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল প্রতিদিনের মতোই।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব দোকানপাট খুলতে শুরু করেছে। রাস্তা-ঘাটে জনসমাগম দেখা গেছে অন্যান্য দিনের মতোই।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল অালম  বলেন, জেলার কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অাইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন।

আপনার অভিমত