গাইবান্ধা সদর উপজেলার কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার নানা কর্মসূচী মধ্য দিয়ে ‘হীরক জয়ন্তী’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, ফলোক উন্মোচন, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, কামারজানী ইউ’পি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির, হীরক জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব উত্তম কুমার দেবগুপ্ত প্রমুখ। পরে বিদ্যালয় চত্বরে স্মৃতি চারণ করা হয়।
রফিকুল ইসলাম তারার সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মো. ইউনুস আলী, বক্ষ্যব্যাধী হাসপাতালের কনসালটেন্ট ডাঃ আব্দুল জলিল সর্দার, মেডিকেল অফিসার ডাঃ ভজন কুমার সাহা, পরিসংখ্যান কর্মকর্তা জাহেদুল হক সর্দার, সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলুল হক, আব্দুল করিম, রেবতী মোহন রায়, শাহ মোহাম্মদ ফজলুল হক, আব্দুল মালেক প্রমুখ। শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার অভিমত