রংপুর: রংপুরে নকল সার কারখানা থেকে বিপুল পরিমাণ সার তৈরির উপকরণসহ নকল সার জব্দ করেছে গঙ্গাচড়া থানা পুলিশ।

রংপুরে নকল সার ও সার তৈরির উপকরণ জব্দ

সোমবার (১৭ অক্টোবর) রংপুরের গঙ্গাচড়া উপজেলার আরাজি নিয়ামত এলাকায় অভিযান চালিয়ে নকল সার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলায় আবু হাসান চঞ্চল নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নকল সার প্রস্তুত করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার ও সার তৈরির উপকরণ উদ্ধার করেন পুলিশের সদস্যরা।

এ সময় সার কারখানা থেকে ১০ বস্তা পটাসিয়াম সালফেট, ৭৫ বস্তা নুড়ি পাথর, ৩৫ বস্তা রং মিশ্রিত নুড়ি পাথর, কালো রংয়ের নুড়ি পাথর ৭৯ বস্তা, ডলো চুন ২০ বস্তা, সাদা দানাদার পাউডার ১০ বস্তা এবং ডালিয়ার বালু ২০ বস্তা উদ্ধার করা হয়। এছাড়াও বেশ কয়েক বস্তা নকল সার উদ্ধার হয়।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত হোসেন  বলেন, নকল কারখানার মলিক আবু হাসান চঞ্চলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আপনার অভিমত