দুর্গাপূজাকে ঘিরে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।

উত্তরবঙ্গে চলছে দুর্গাপূজার প্রস্তুতি মহালয়া দিয়ে আনুষ্ঠানিকতা শুরু আজ

 

গাইবান্ধা:চলতি বছর গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় ৫৭৬টি মন্দির ও পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সাঘাটায় ৬০টি, সাদুল্লাপুরে ১শ’, ফুলছড়িতে ১৫, গোবিন্দগঞ্জে ১১৭টি, সুন্দরগঞ্জে ১২৯, পলাশবাড়ীতে ৬৪ ও সদর উপজেলায় ৯১টি।

শেরপুর (বগুড়া):আসন্ন শারদীয় দুর্গোত্সব উপলক্ষে শেরপুরে বিভিন্ন পূজা মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। পূজার প্রধান আকর্ষণ দুর্গা প্রতিমা তৈরিতে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমা তৈরির কাজ চলছে। এ বছর উপজেলায় ৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৮ মেট্রিক টন চাল। আর প্রতিমা তৈরির কাজ নির্বিঘ্নে করতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম):এ বছর উপজেলার ৬টি ইউনিয়নে ৭১ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছর গোটা উপজেলার ন্যায় ফুলবাড়ী কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি কাচারী মাঠ কেন্দ্রীয় পূজা মন্দিরে দুর্গাপূজার আয়োজন করত। কিন্তু এ বছর বন্যার কারণে ওই মাঠে কাদা থাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের নারায়ণ চন্দ্র সেন, বিশ্বনাথ রায়সহ ফুলবাড়ী সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি ভারত চন্দ্র রায় বলেন, কোন বছরই দুর্গাপূজার সময় উপজেলা প্রশাসন এতটা এগিয়ে আসেনি। এ বছর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা খুবই খুশি।

কালীগঞ্জ (লালমনিরহাট):উপজেলায় ৮১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসানের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

আপনার অভিমত