উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশংকা রয়েছে। ভারতের উত্তরবঙ্গ এবং ভুটানে আগামী কয়েকদিন আরো বৃষ্টির সম্ভাবনা থাকায় ভারতের বন্যা পরিস্থিতির আরো অবনতি হবার আশংকা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তরবঙ্গে আরো দিন দুয়েক ভারী বৃষ্টিপাত হবে। আর সেই পানি বাংলাদেশে আসলে দেশের উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।


তিস্তা ব্যারেজ এখন হুমকির সম্মুখীন

ইতিমধ্যেই লালমনিরহাট, কুড়িগ্রামসহ রংপুর বিভাগের আটটি জেলাই বন্যায় কমবেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার অনেক উপজেলার এখন পানির নিচে ডুবে গিয়েছে। ডালিয়ার তিস্তা ব্যারেজও হুমকির মধ্যে রয়েছে। তিস্তা ব্যারেজের বাইপাস রাস্তাটি গত রাতে পানির স্রোতের চাপে ভেঙে গিয়েছে। ফলে আশেপাশের কয়েকটি ইউনিয়নের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। পানির স্রোত অনেক বেশী হওয়ায় অনেক মানুষ পানিবন্দী হয়ে পরেছে।

 

বন্যা পরিস্থিতি
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি

দেশের নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের এখন সর্বাধিক গুরুত্ব দিতে হবে। বন্যা মোকাবিলাবিষয়ক সরকারের সব কটি স্থানীয় ও কেন্দ্রীয় দপ্তরকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। সামনের দিনগুলোতে বন্যা পরিস্থিতি ১৯৮৮ সালের বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে।

তাই এখন থেকেই সবাইকে এই বিষয়ে সচেতন এবং দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।

আপনার অভিমত