রংপুরের বদরগঞ্জে জেলের জালে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। রবিবার সকালে পৌরশহরের মুন্সিপাড়া যমুনেশ্বরি নদীতে জেলে চর্মন দাসের জালে এ প্রজাতির মাছটি আটকা পড়ে। চর্মন দাস উপজেলার শংকরপুর মাঝি পাড়ার ললিত দাসের ছেলে।

এদিকে, খবরটি জানাজানি হলে উত্সুক জনতা মাছটিকে একনজর দেখার জন্য সাংবাদিক শ্যামল লোহানীর বাড়িতে ভিড় জমে।

খবর পেয়ে আসা বদরগঞ্জ উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ বলেন, ‘এটি একটি সাকার মাউথ ক্যাটফিশ। বিরল প্রজাতির স্বাদু পানির মাছ। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। এরা নদীতে পানির সবচাইতে নিচু অংশে থাকে, এ কারণে এ মাছটি সহজে ধরা পড়ে না।’

 

আপনার অভিমত