সুদকে সব ধরনের মন্দ কাজের মা-বাবা হিসেবে বর্ণনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন, জনগণ চাইলে সুদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে অসুবিধা নেই। অভিশাপ থেকে জনগণকে মুক্ত করাই আমার লক্ষ্য। সুদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অবশ্যই জয়লাভ করব।

এ জন্য সুদের নিম্ন হার নির্ধারণের জন্য দেশটির ব্যাংক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ডলারের বিপরীতে লিরার মূল্য পড়ে যাওয়ায় উচ্চ মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারীদের উদ্বেগের পর এরদোগান এই সব মন্তব্য করেন।

গত শুক্রবার আঙ্কারায় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এরদোগান এই মন্তব্য করেন। বৈঠকে এরদোগান আরো বলেন, জনগণ যদি চায় তবে আমি বলি যে আমি সুদের হারের এই অভিশাপের বিরুদ্ধে লড়াইয়ে নামব এবং ইনশাল্লাহ জয়লাভ করবো। কারণ আমার বিশ্বাস হল- সুদের হার হচ্ছে সব খারাপের মা-বাবা।

বৈঠকে এরদোগান ও ব্যবসায়ীরা লিরাকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সম্মত হন। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বৃহস্পতিবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন। রয়টার্স।

আপনার অভিমত