পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু ছাইদ (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে বোদা পৌর এলাকা বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ছাইদ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের বাসিন্দা। তিনি বোদা প্রাইভেট ফার্ম কাজী ফিডস মিলের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
বোদা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিআরটিসির ওই ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
আপনার অভিমত