পঞ্চগড়ে দুই বিচারককে হুমকি
পঞ্চগড় জেলা জজ আদালতের দুই বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাবধান থাকার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ধারী দুই মোটরসাইকেল আরোহী। ১৫ ফেব্রুয়ারি (বুধবার) আদালতের বিচারকাজ শেষে বিকেলে বাসভবনে যাওয়ার পথে এ হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ওই দিন রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজির মো. মোজাহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও মাসুদুর রহমান হেঁটে তাদের বাসভবনে যাচ্ছিলেন। এ সময় আদালতের অদূরে শহরের ডোকরোপাড়ার একটি মাদ্রাসার কাছে অজ্ঞাত পরিচয়ের দুই আরোহী রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। এ সময় তারা বিচারকগণকে সাবধানে থাকার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। পঞ্চগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বলেন, এ ঘটনায় পঞ্চগড় থানায় একটি সাধারণ ডায়েরি নথিভূক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।