গাইবান্ধায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
গাইবান্ধায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
গাইবান্ধার পলাশবাড়ীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু মিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় র্যাবের দুজন সদস্যও আহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার বিশ্রামগাছি গ্রামে গাড়ানাটা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া (৪২) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রাইগ্রামের হেরোইন সম্রাট মৃত আব্দুল জোব্বারের ছেলে।
র্যাব-১৩ জানায়, জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী রাজু মিয়াকে আটকের চেষ্টাকালে সে র্যাবের ওপর গুলি চালায়। পরে আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালালে রাজু নিহত হন। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় র্যাব সদস্য হালিম শিকদার ও পিয়াস শরীফ আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, মাদক ব্যবসায়ী রাজুর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদক ও অস্ত্র আইনে ডজনখানেক মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে রাজুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।