দিনাজপুরে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩
দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের বাঘাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২), তার মেয়ে আইভি (১০) এবং অটোরিকশা চালক সাজদার আলী (৪৮)। আহতরা হলেন, মোস্তফা কামাল (৩৮) ও আফসার আলীকে (৭০)।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজোয়ানুর রহমান জানান, দিনাজপুর থেকে বগুড়াগামী একটি মিনিবাস চুনিয়াপাড়া মোড়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত চারজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে দুইজন মারা যান।
আরও পড়ুন: মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে।