তুলে নিয়ে আ’লীগ নেতার ছেলেকে হত্যা
দিনাজপুর শহরের কসবা থেকে ইরেসউদ্দীন আহমেদ ইরেস (৩০) নামে এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টায়।
নিহত ইরেসউদ্দীন আহমেদ ইরেস দিনাজপুর পৌর এলাকার কসবা মহল্লার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ময়েজ উদ্দীন আহমেদের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১০টায় দিনাজপুর কসবা এলাকার সারোয়ার অটোরাইস মিলের সামনে থেকে ইরেসকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুজন যুবক। এরপর মিলের অদূরে তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।
তিনি জানান, আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।