বদরগঞ্জের সেতুর নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ
রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি সেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
ক্রবার ভোরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার ঈদগাহ মাঠসংলগ্ন একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বিষ্ণুপুর বকশীগঞ্জ এলাকার ঈদগাহ মাঠসংলগ্ন একটি সেতুর নিচে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, নিহত ওই ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার অভিমত